অভিকর্ষজ ত্বরন ও মহাকর্ষীয় ধ্রুবকের মধ্যে পার্থক্য

Rate this post

আমরা আমাদের এই শিক্ষনীয় পেজে অভিকর্ষজ ত্বরন ও মহাকর্ষীয় ধ্রুবকের মধ্যে পার্থক্য কি সেগুলো জানার জন্য চেষ্টা করবো। নিচে অভিকর্ষজ ত্বরন ও মহাকর্ষীয় ধ্রুবকের মধ্যে ০৫ টি পার্থক্য দেখানো হলো।

অভিকর্ষজ ত্বরন ও মহাকর্ষীয় ধ্রুবকের মধ্যে পার্থক্য

অভিকর্ষজ ত্বরনমহাকর্ষীয় ধ্রুবক
১. অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। একে g দ্বারা প্রকাশ করা হয়।১. একক ভরের দুটি বস্তুকনা একক দুরত্বে অবস্থিত হয়ে পরস্পরকে যে বলে আকর্ষণ করে তাকে মহাকর্ষীয় ধ্রুবক বলে। একে G দ্বারা প্রকাশ করা হয়।
২. g একটি পরিবর্তনশীল রাশি। (স্থানভেদে পরিবর্তন হয়)২. কিন্ত G একটি সর্বজনীন ধ্রুবক।
৩. g এর আদর্শ মান-9.81 ms-2৩. G এর আদর্শ মান-6.673×10-11 Nm2kg-2
৪. g একটি ভেক্টর রাশি৪. G একটি স্কেলার রাশি।
৫. g এর মান বস্তুর ভরের উপর নির্ভরশীল নয়, কিন্ত ভুকেন্দ্র হতে বস্তুর দুরত্বের উপর নির্ভরশীল৫. G এর মান ভর বা ভুকেন্দ্র হতে বস্তুর দুরত্বের উপর নির্ভরশীল নয়।

About Admin

Check Also

বিপদে সংকেতে লাল রঙ ব্যবহার করা হয় কেন?

বিপদে সংকেতে লাল রঙ ব্যবহার করা হয় কেন?

প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে আলোচনা করবো সেটা হলো বিপদে সংকেতে লাল রঙ ব্যবহার করা হয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *