আমরা আমাদের এই শিক্ষনীয় পেজে অভিকর্ষজ ত্বরন ও মহাকর্ষীয় ধ্রুবকের মধ্যে পার্থক্য কি সেগুলো জানার জন্য চেষ্টা করবো। নিচে অভিকর্ষজ ত্বরন ও মহাকর্ষীয় ধ্রুবকের মধ্যে ০৫ টি পার্থক্য দেখানো হলো।
অভিকর্ষজ ত্বরন ও মহাকর্ষীয় ধ্রুবকের মধ্যে পার্থক্য
অভিকর্ষজ ত্বরন | মহাকর্ষীয় ধ্রুবক |
১. অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। একে g দ্বারা প্রকাশ করা হয়। | ১. একক ভরের দুটি বস্তুকনা একক দুরত্বে অবস্থিত হয়ে পরস্পরকে যে বলে আকর্ষণ করে তাকে মহাকর্ষীয় ধ্রুবক বলে। একে G দ্বারা প্রকাশ করা হয়। |
২. g একটি পরিবর্তনশীল রাশি। (স্থানভেদে পরিবর্তন হয়) | ২. কিন্ত G একটি সর্বজনীন ধ্রুবক। |
৩. g এর আদর্শ মান-9.81 ms-2 | ৩. G এর আদর্শ মান-6.673×10-11 Nm2kg-2 |
৪. g একটি ভেক্টর রাশি | ৪. G একটি স্কেলার রাশি। |
৫. g এর মান বস্তুর ভরের উপর নির্ভরশীল নয়, কিন্ত ভুকেন্দ্র হতে বস্তুর দুরত্বের উপর নির্ভরশীল | ৫. G এর মান ভর বা ভুকেন্দ্র হতে বস্তুর দুরত্বের উপর নির্ভরশীল নয়। |