সকল এইচএসসি শিক্ষার্থীদের জন্য সুখবর এইচএসসি ফলাফল আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে এ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
এই বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১১টি শিক্ষা বোর্ডের দুই হাজার ৬৯৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্টিত হয়। এই কেন্দ্রে পরীক্ষার্থী ছিলেন ১৩ লাখ ৩১ হাজার ৫৮ জন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৬৬ হাজার ১৩ জন ও ছাত্রী ৬ লাখ ৬৫ হাজার ৪৫ জন।
চলুন এবার এইচএসসি পরীক্ষায় এক নজরে কোন বোর্ডে পাশের হার কেমন তা জেনে নিই।
- ঢাকা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ২১ শতাংশ
- রাজশাহী বোর্ডে পাসের হার ৮১ দশমিক ২৪ শতাংশ
- কুমিল্লা বোর্ডে পাশের হার ৭১ দশমিক ১৫ শতাংশ
- যশোর বোর্ডে পাশের হার ৬৪ দশমিক ২৯ শতাংশ
- চট্টগ্রাম বোর্ডে পাশের হার ৭০ দশমিক ৩২ শতাংশ
- বরিশাল বোর্ডে ৮১ দশমিক ৮৫ শতাংশ
- সিলেট বোর্ডে ৮৫ দশমিক ৩৯ শতাংশ
- দিনাজপুর বোর্ডে পাশের হার ৭৭ দশমিক ৫৬ শতাংশ
- ময়মনসিংহ বোর্ডে পাশের হার ৬৩ দশমিক ২২ শতাংশ
এ ছাড়া, মাদরাসা শিক্ষা বোর্ডে পাশের হার ৯৩ দশমিক ৪০ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার ৮৮ দশমিক ০৯ শতাংশ।
সকল পরীক্ষার্থী ২০২৪ সালের এইচএসসি ফলাফল দেখতে চাইলে আমাদের ওয়েবসাইটে দেখতে পাবে। আমাদের ওয়েবসাইটে ভিজিট করে আপনি যথাসময়ের আপনার ফলাফল দেখে নিবেন। আসুন আমরা কিভাবে HSC Marksheet Download 2024 করতে পারি সেটা একবার দেখে নিই। যশোর বোর্ডের এইচএসসি ফলাফল দেখুন। JESSORE BOARD HSC RESULT 2024. DHAKA BOARD HSC RESULT 2024. CUMILLA BOARD HSC RESULT 2024. MADRASHA BOARD ALIM RESULT 2024.
সারা বাংলাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থী সাড়ে ১৪ লাখের মতো পরীক্ষার্থী অংশগ্রহন করে। পরীক্ষা শুরু হয়েছিল গত ৩০ জুন। এরপর ধারাবাহিকভাবে সাতটি পরীক্ষাও সম্পন্ন হয়েছে। এরই মধ্যে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্র-জনতার আন্দোলন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়লে পরীক্ষা স্থগিত হয়। এরপর পরীক্ষার শুরুর সিদ্ধান্ত নেয়া হলেও স্বাভাবিক পরিস্থিতি না হওয়ায় কয়েক দফায় পরীক্ষা স্থগিত করা হয়। বর্তমানে এই বাকী পরীক্ষা শিক্ষার্থীরা দিতে ইচ্ছুক না থাকার কারনে মাউশি কর্তৃক টোটাল বন্ধ হয়ে যায়। করোনার সময়ের মত এবার যে বিষয়গুলা পরীক্ষা হয়েছে এবং অন্যান্য বিষয়গুলোতে এসএসসি বা জেএসসি এর ভিত্তিতে ফলাফল প্রকাশ করা হবে।
Contents
- 1 এইচএসসি ফলাফল দেখার নিয়ম( HSC RESULT 2024)
- 2 এইচএসসি ফলাফল দেখার নিয়ম ( HSC Marksheet Download 2024)
- 3 নিচের মত এরকম (এসএসসির মত) ফলাফল দেখতে পারবেন।
- 4 প্রতিষ্টানভিত্তিক এইচএসসি ফলাফল দেখার নিয়ম:
- 5 কিভাবে মোবাইলের মাধ্যমে এইচএসসি ফলাফল দেখবেন?
- 6 মোবাইলে SMS এর মাধ্যমে এইচএসসি রেজাল্ট ২০২৪
- 7 অন্যান্য বোর্ডের ক্ষেত্রে প্রথম তিন অক্ষর জেনে নিন।
- 8 এইচএসসি বিষয়ভিত্তিক ফলাফল কত সেটা দেখার নিয়ম
এইচএসসি ফলাফল দেখার নিয়ম( HSC RESULT 2024)
পরীক্ষা শেষ হওয়ার পর পত্যেক পরীক্ষার্থী এইচএসসি ফলাফল প্রকাশিত হওয়ার পর বুকভরা আশা নিয়ে বসে থাকে কিভাবে এইচএসসি রেজাল্ট দেখতে পাবো। অনেকে আমাদের মেসেজ করেন প্লিজ আমার এই রোল নাম্বার দিয়ে এইচএসসি ফলাফলটা দেখে দিন। আসুন আমরা কিভাবে খুব সহজেই আপনার সেই কাঙ্খিত এইচএসসি রেজাল্ট দেখতে পাবেন সেই বিষয় নিয়ে আপনাদের মাঝে তুলে ধরি।
নিচের ইমেজটাতে লক্ষ করুন আপনি যখন http://www.educationboardresults.gov.bd/ ঠিকানায় এক্সেস করবেন তখন আপনার এরকম একটি পেজ প্রদর্শিত হবে। যেখানে আপনার শুধু এইচএসসি ফলাফল নয় অন্যান্য যেমন এসএসসি/দাখিল/ইক্যুইভ্যালেন্ট, জেএসসি/জেডিসি, এসএসসি/দাখিল, এসএসসি( ভোকেশনাল), এইচএসসি/ আলিম,এইচএসসি( ভোকেশনাল), এসএসসি( বিএম), ডিপ্লোমা ইন কমার্স, ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ দেখতে পারবেন। আপনি যে পরীক্ষার ফলাফল দেখতে চান সেই পরীক্ষা সিলেক্ট করলে আপনি সেটা দেখতে পারবেন। HSC Result and Marksheet Download 2024 করার নিয়ম দেখুন।
এইচএসসি ফলাফল দেখার নিয়ম ( HSC Marksheet Download 2024)
প্রথম স্টেজ: আপনি আমাদের সাইটে লিংক http://www.educationboardresults.gov.bd/ দেয়া থাকবে সেখানে ক্লিক করা মাত্রই এরকম পেজ প্রদর্শিত প্রদর্শিত হবে। সেখানে এরকম পেজ আসলে ক্লিক.. করুন। আপনার এইচএসসি ফলাফল দেখার জন্য SSC/Dakhil/Equivalentক্লিক করুন।
দ্বিতীয় স্টেজ: পরীক্ষার বছর 2024 ক্লিক করুন সেখানে ২০২৪ সাল সিলেক্ট করুন।
তৃতীয় স্টেজ: আপনার পরীক্ষার বোর্ড Board নির্বাচন করুন। যশোর বোর্ড হলে যশোর বোর্ড আর ঢাকা বোর্ড হলে ঢাকা বোর্ড সিলেক্ট করুন। মুল কথা আপনি যে বোর্ডের যে পরীক্ষার্থী সেই বোর্ড সিলেক্ট করুন।
চতুর্থ স্টেজ: আপনার রোল নাম্বার লিখতে হবে তাই রোল এর ঘরে ক্লিক করুন। আপনার এইচএসসি রোল নং টি সঠিকভাবে লিখুন।
পঞ্চম স্টেজ: রেজিস্ট্রশান এর ঘরে ক্লিক করে আপনার রেজি নাম্বারটা লিখুন। মনে রাখবে রোল এবং রেজি নাম্বার কোনটা ভুল হলে আপনার ফলাফল শো করবে না।
ষষ্ট স্টেজ: এখানে পরবর্তী ঘরে যে সংখ্যাগুলা দেখায় সেই গুলো যোগ অথবা বিয়োগ করে যে সংখ্যা পাওয়া যায় সেটি ফাকা ঘরে বসাতে হবে। যোগ অথবা বিয়োগ যাই হোক ফলাফল ভুল হলে রেজাল্ট প্রদর্শিত হবে না।
উদাহরন: এখানে আছে ৩+৫=৮ এই সংখ্যাটি ফাকা ঘরে বসিয়ে দিন। পরবর্তীতে সাবমিট বাটনে ক্লিক করুন। আপনার কাঙ্খিত ফলাফলটি দেখতে পাবেন।
নিচের মত এরকম (এসএসসির মত) ফলাফল দেখতে পারবেন।
ফলাফল দেখতে নিচের লিংকে ক্লিক করুন।
HSC Result and Marksheet Download 2024
এই ঠিকানায় শুধুমাত্র ব্যক্তিগত ফলাফল দেখতে পারবেন।
আপনি যদি চান প্রতিষ্টান ভিত্তিক ফলাফল দেখতে বা একটি কলেজে কতজন পাশ করেছে বা সকলে কি গ্রেড পেয়েছে সেই ফলাফল দেখতে নিচের স্টেপ গুলো ফলো করুন।
প্রতিষ্টানভিত্তিক এইচএসসি ফলাফল দেখার নিয়ম:
১ম ধাপ: আপনার পরীক্ষার নাম এর ঘরে যেমন-এইচএসসি/আলিম/সমমান সিলেক্ট করুন
২য় ধাপ: পরীক্ষার সাল এর ঘরে সাল দিতে হবে যেমন ২০২৪ সালের রেজাল্ট তাই ২০২৪ সাল সিলেক্ট করুন।
৩য় ধাপ: বোর্ডের নাম এর ঘরে আপনার বোর্ডের নাম সিলেক্ট করুন।
চতুর্থ ধাপ: এবার আপনি যদি ব্যক্তিগত বা একক বিস্তারিত ফলাফল দেখতে চান সেটাও দেখতে পারেন। কিন্ত আমরা প্রতিষ্টানভিত্তিক ফলাফল দেখবো তাই প্রতিষ্টানের ফলাফলে ক্লিক করুন। তাহলে আপনি ঐই প্রতিষ্টানের ২০২৪ সালের সকল শিক্ষার্থীর পাশের রেজাল্ট দেখতে পাবেন।
পঞ্চম ধাপ: এই ধাপে আপনি যে প্রতিষ্টানের ফলাফল দেখতে চান সেই প্রতিষ্টানের ইন নাম্বার দিতে হবে।
ষষ্ট ধাপে: ছবিতে প্রদর্শিত নম্বর টাইপ করুন। নিরাপত্তা চাবি (৪ অঙ্কের) (ইংরেজিতে) এখানে আছে ৮৯২৬ সেটি লিখতে হবে।
সর্বশেষ ফলাফল দেখুনে ক্লিক করুন। এবার আপনার কম্পিউটারে আপনার কাাঙ্খত ফলাফল প্রদর্শিত হবে।
প্রতিষ্টানভিত্তিক এইচএসসি ফলাফল দেখতে নিচের লিংকে ক্লিক করুন।
কিভাবে মোবাইলের মাধ্যমে এইচএসসি ফলাফল দেখবেন?
আপনি খুব সহজেই অনলাইন ভিজিট ছাড়া আপনার মোবাইলে এসএমএসর মাধ্যমে যেকোন সিমের মাধ্যমে আপনার এইচএসসি ফলাফল দেখতে পারেন। কিভাবে দেখবেন তা আমরা নিচে বিশদ আলোচনা করবো।
মোবাইলে SMS এর মাধ্যমে এইচএসসি রেজাল্ট ২০২৪
আপনার মোবাইলে ম্যাসেজ ড্যাশবোর্ড অপশনে গিয়ে HSC (জেনারেল বোর্ডের জন্য) / Alim (মাদ্রাসা বোর্ডের জন্য) / TEC (কারিগরি বোর্ডের জন্য) আপনি যে বোর্ডের জন্য ফলাফল পেতে চান সেই বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পরীক্ষার সাল লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফলাফল জানানো হবে। সার্ভার বিজি থাকলে অনেক সময় ফলাফল আসতে অনেক দেরি করে।
জেনারেল বোর্ডের জন্য এসএমএস করার নিয়ম: আপনার মোবাইলে ম্যাসেজ অপশনে গিয়ে HSC DHA 123456 2024 লিখে 16222 নম্বরে SMS পাঠিয়ে দিন।
মাদ্রাসা বোর্ডের জন্য এসএমএস করার নিয়ম: আপনার মোবাইলে ম্যাসেজ অপশনে গিয়ে Alim MAD 123456 2024 লিখে 16222 নম্বরে SMS পাঠিয়ে দিন।
কারিগরি বোর্ডের জন্য এসএমএস করার নিয়ম: আপনার মোবাইলে ম্যাসেজ অপশনে গিয়ে HSC TEC 123456 2024 লিখে 16222 নম্বরে SMS পাঠিয়ে দিন।
অন্যান্য বোর্ডের ক্ষেত্রে প্রথম তিন অক্ষর জেনে নিন।
শিক্ষা বোর্ডের নাম | বোর্ডের পথম তিন অক্ষর |
ঢাকা বোর্ড | DHA |
কুমিল্লা বোর্ড | COM |
যশোর বোর্ড | JES |
রাজশাহী বোর্ড | RAJ |
দিনাজপুর বোর্ড | DIN |
চট্রগ্রাম বোর্ড | CHA |
সিলেট বোর্ড | SYL |
বরিশাল বোর্ড | BAR |
মাদ্রাসা বোর্ড | MAD |
কারিগরি বোর্ড | TEC |
এইচএসসি বিষয়ভিত্তিক ফলাফল কত সেটা দেখার নিয়ম
বিষয়ভিত্তিক এইচএসসি ফলাফল কোন সাবজেক্টে কত মার্ক পেয়েছেন সেটা আমাদের লিংকে ক্লিক করে দেখতে পারেন। নিচে একটি লিংক দেয়া আছে সেই লিংকে ক্লিক করুন। শুধুমাত্র আপনার রোল নাম্বার দিয়ে আপনার এইচএসসি ফলাফল দেখতে পারবেন। নিচে যশোর বোর্ডের বিষয়ভিত্তিক ফলাফল দেখার জন্য একটি লিংক আপডেট দিলাম।
HSC Result 2024- Jessore Board
HSC Result 2024- Chattogram Board
HSC Result 2024- Mymensingh Board
প্রিয় শিক্ষার্থী তোমরা যদি এইচএসসি ফলাফল দেখেতে কোন রকম সমস্যা হয় বা নিজে ফলাফল বের না করতে পারো আমাদের কমেন্ট বক্সে তোমার রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার শেয়ার করতে পারো। আমরা তোমার ফলাফল দেখে নিচে কমেন্টে বক্সে জানাবো।