সময়ের পরিস্থিতিতে বিভিন্ন কারনে যেসকল প্রার্থী একাদশ শ্রেনীতে ১ম, ২য় ও ৩য় ধাপে ভর্তি হতে পারেন নি তাদের জন্য বাংলাদেশ আন্ত:শিক্ষাবোর্ড সেই সকল শিক্ষার্থীদেরকে ০৪ ধাপে একাদশ শ্রেনীতে ভর্তির জন্য পুনরায় সুযোগ দিয়েছেন। কিভাবে আবেদন করবেন তারা এই লিংকে https://xiclassadmission.gov.bd/ ক্লিক করে বিস্তারিত তথ্য জানতে পারবেন। আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনি কিভাবে আবেদন করবেন এবং কিভাবে আপনার আবেদনের ফি পরিশোধ করবেন তার সকল তথ্য আমাদের ওয়েবসাইটে তুলের ধরার চেষ্টা করবো।
বলে রাখা ভালো একাদশ শ্রেনীর ভর্তিরি বিজ্ঞপ্তি অনুযায়ী প্রত্যেক একাদশ শ্রেনীর ভর্তি প্রার্থীকে মিনিমাম ০৫ টি কলেজ চয়েস দিতে হবে এবং সর্বোচ্চ ১০ টি কলেজে আবেদন করতে পারবেন। এই ভর্তি বিষয়ক গুরুত্বপুর্ন তথ্য ভর্তির বিজ্ঞপ্তিতে তুলে ধরা আছে।
Contents
- 1 ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে যে সকল শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন-
- 2 একাদশ শ্রেনীতে ভর্তি ২০২৪-২০২৫(XI Class Admission 2024-2025)
- 3 একাদশ শ্রেনীতে ভর্তির প্রক্রিয়া:
- 4 আবেদন ও পেমেন্ট নিশ্চায়নের জন্য পেমেন্ট প্রক্রিয়া:
- 5 XI Class Admission 4th Circular Download 2024-2025
- 6 একাদশ শ্রেনীতে ভর্তির বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে যে সকল শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন-
যে সকল ইতেমধ্যে আবেদন করেননি বা যারা আবেদন করে কলেজ সিলেকশন পাননি তারা আবেদন করতে পারবে। তবে যাদের নিশ্চায়ন হয়ে গেছে তারা আবেদন করতে পারবে না।
যে সকল প্রার্থী চুড়ান্ত ভাবে বিভিন্ন কলেজে সিলেক্ট হয়েছে কিন্ত বিভিন্ন অসংগতির কারনে কলেজে ভর্তি হতে পারেননি বা নিশ্চায়ন করেনননি তারা আবেদন করার সুযোগ পাবে।
একাদশ শ্রেনীতে ভর্তি ২০২৪-২০২৫(XI Class Admission 2024-2025)
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেনীতে ভর্তির নিতিমালা অনুযায়ী সকল প্রার্থী অনলাইনে ভর্তি হতে পারবে। অনলাইন ব্যতিত কোন ম্যানুযালী ভর্তি করানো হবে না। এই বিষয় সংশ্লিষ্ট সকল শিক্ষক শিক্ষার্থী, অভিভাবককে পুনরায় অবহিত করা যাচ্ছে। আসুন আমরা XI Class Admission 2024-2025 তে কত তারিখের মধ্যে ভর্তির সকল কার্য্যক্রম সম্পন্ন হবে একনজরে একবার দেখে নিই।
ক্রমিক নং: | বিষয় | তারিখ |
১ | ৪র্থ পর্যায়ের আবেদন শুরুর তারিখ | ১১-০৮-২০২৪ রবিবার থেকে ১৪-০৮-২০২৪ তারিখ বুধবার রাত ১০ টা পর্যন্ত। |
২ | ৪র্থ পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করার তারিখ | ১৭-০৮-২০২৪ তারিখ রাত আটটায়। |
৩ | ৪র্থ পর্যায়ের আবেদনের শিক্ষার্থীর সিলেকশান নিশ্চায়ন। | ১৮-০৮-২০২৪ তারিখ রবিবার থেকে ১৯-০৮-২০২৪ তারিখ সোমবার রাত ০৮ পর্যন্ত। |
৪ | কলেজে ভর্তি শুরুর তারিখ | ২০-০৮-২০২৪ তারিখ মঙ্গলবার। |
একাদশ শ্রেনীতে ভর্তির প্রক্রিয়া:
অনলাইনে আবেদন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। এই লিংকে https://xiclassadmission.gov.bd/ এক্সেস করে একটি একাউন্ট তৈরি করতে হবে।
প্রথম ধাপ: উপরের ঠিকানায় ক্লিক করুন। তারপপর শিক্ষার্থী লগিনে ক্লিক করলে উপরের প্রদর্শিত চিত্রের ন্যায় এরকম পেজ আসবে। লাল চিহ্নিত বক্সের মধ্যে সাইন আপ লেখা আছে সেখানে আপনাকে সাইন আপ করতে হবে। সাইন আপে ক্লিক করুন।
দ্বিতীয় ধাপ: একটি একাউন্ট তৈরি করতে যে গুলো প্রয়োজন: আপনার রোল নং, বোর্ড, বছর, রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বার। এই তথ্যগুলো ফাকা ঘরে বসিয়ে-আমি পড়েছি এবং বুঝতে পেরেছি তার বাম পাশের লাল বক্সে ক্লিক করে সাইন আপে ক্লিক করুন।
মনে রাখতে সবাই একটি মোবাইলে নাম্বার দিয়ে একটি আবেদন করতে পারবে। মোবাইল নাম্বার টি সচল রাখতে যেকারোও মোবাইলে নাম্বার দিতে পারেন। এই মোবাইলে নাম্বারে একটি পিন কোড পাঠানো হবে যেটি পার্সওয়ার্ড হিসাবে ব্যবহার করা হবে।
৩য় ধাপ: সাইনে আপে ক্লিক করা মাত্রই একটি ইডু (EDU ID) আইডি তৈরি আইডি অটো জেনারেট হবে যেটি পরবর্তীতে ইউজার নেম হিসাবে ব্যবহার হবে।
৪র্থ ধাপ: এবার শিক্ষার্থী লগিনে ক্লিক করুন। লগিন করে Student Dashboard যেতে হবে। এবার ড্যাশবোর্ড এর সাইডবারের আবেদন মেনু থেকে “আবেদন ফি জমা” দিন ক্লিক করলে পেমেন্ট গেটওয়ে সোনলী সেবা এবং এসএসএল কমার্জ দেখা যাবে।
আবেদন ও পেমেন্ট নিশ্চায়নের জন্য পেমেন্ট প্রক্রিয়া:
আবেদন ফি জমা দেবার জন্য সাইডবার থেকে আবেদন মেনুর ভিতরে অবস্থিত আবেদন ফি জমা দিনে ক্লিক করুন। নিচের চিত্রটি দেখুন।
সাইডবার থেকে আবেদন মেনুতে ক্লিক করা মাত্রই নিচের মত একটি পেইজ আসবে । পেমেনট করার পর বিভিন্ন মাধ্যম যেমন বিকাশ রকেট ব্যাংক একাউন্ট, ডেবিট কার্ড ইত্যাদির সার্ভিস চার্জের পরিমান জানতে বিস্তারিত দেখুন বাটনে ক্লিক করুন। এই পাতায় পেমেন্ট করার জন্য দুটি গেটওয়ে আসবে। একটি উভয়ই গেটওয়ে থেকে নিম্নের মাধ্যমগুলি দিয়ে পেমেন্ট করা যাবে।
- ব্যাংক একাউন্ট
- ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড, যেমন ভিসা কার্ড, মাস্টারকার্ড/আমেরিকান এক্সপ্রেস
- মোবাইল ব্যাংকিং, যেমন: বিকাশ রকেট
৫ম ধাপ: যেকোন একটি পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আপনার আবেদন ফি পরিশোধ করতে পারবেন। লোকাল ব্যাংক কার্ড অথবা বিকাশ, নগদ, রকেট ইত্যদি গেটেওয়ের মাধ্যমে ফি পরিশোধ করা যাবে।
৬ ধাপ: আবেদন ফি পরিশোধ করার পর সাইডবার থেকে “আবেদন করুন” ক্লিক করুন। ক্লিক করলে আবেদন জমা দেয়ার উইনডো দেখা যাবে। এই উইনডো থেকে পছন্দমতো কলেজ বাছাই করে আবেদন ফি জমা দিতে হবে। তবে শিফট/ভার্সন/গ্রুপ সমুহ শিক্ষার্থী তার আবেদনের সময় দেখতে পাবে। যেগুলো বাছাই করার যোগ্যতা প্রত্যেক শিক্ষার্থীর রয়েছে।
৭ম ধাপ: আবেদন করার পর থেকে সাইডবার মেনু আবেদন দেখুন ক্লিক করলে আবেদনকৃত কলেজসমুহ ও পছন্দক্রম দেখা যাবে। আবেদনকারী চাইলে তার আবেদনসমুহ সংশ্লিষ্ট তথ্য সমুহ প্রিন্ট করে রাখতে পারবে।