টাঙ্গাইল সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি CS Job Circular 2024

Rate this post

এই মাত্র টাঙ্গাইল সিভিল সার্জনের কার্যালয় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এটি বাংলাদেশের মধ্যে একটি সরকারী চাকরি তাই আপনি যদি সরকারী চাকরি করতে চান তাহলে আজই আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয় স্বাস্থ্য সেবা বিভাগ প্রশাসন শাখা বিভাগ এর ছাড়পত্র মোতাবেক সিভিল সার্জনের কার্যালয় টাঙ্গাইল এর নিয়ন্ত্রনাধীন বিভিন্ন সাস্থ্য সেবা খাতে স্থায়ী/অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য টাঙ্গাইল জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে সাপেক্ষে ওয়েবসাইটে অনলাইনে দরখাস্ত আহবান করা হচ্ছে। অনলাইন আবেদন গ্রহন করা হবে অনলাইন ব্যতিত কোন প্রকার আবেদন গ্রহন করা হবে না। Tangail CS Job Circular 2024

সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

  • নিয়োগের ক্ষেত্রে সরকারী সকল বিধি অনুসরন করতে হবে।
  • উক্ত নিয়োগের ক্ষেত্রে লিখিত ও মৌখিক পরীক্ষা( প্রয়োজনে ব্যবহারিক পরীক্ষা) অনুষ্টিত হইবে।
  • যারা একবার অনলাইনে আবেদন করেছেন তাদেরকে আর নতুন করে আবেদন করার প্রয়োজন নাই। তাদের আবেদন সঠিক থাকলে গ্রহনযোগ্য বলে বিবেচিত হবে এবং তাদের বিজ্ঞপ্তিতে বয়স পুর্বের বিজ্ঞপ্তির শর্তানুযায়ী গ্রহনযোগ্য হবে।
  • সরকারী পুর্বানুমতি ব্যতিরকে কোন প্রার্থী বিদেশী নাগরিক বিবাহ করিলে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন।
  • একই সময়ে লিখিত পরীক্ষা ও এমসিকিউ অনুষ্টিত হইবে কোন প্রার্থীর একাধিক আবেদনের সুযোগ নাই।
  • বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে।
  • আবেদন পত্রে লিখিত মৌখিক পরীক্ষায় প্রার্থীর সাক্ষর একই হতে হবে।
  • নিয়োগ কোটা নির্ধারনের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধিবিধান প্রতিফলিত হবে।

টাঙ্গাইল সিভিল সার্জনের কার্যালয় এ চাকরির আবেদন ফি

আপনি কি টাঙ্গাইল সিভিল সার্জনের কার্যালযয়ের চাকরিতে আবেদন করতে ইচ্ছুক তাহলে আপনাকে বাংলাদেশের টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে প্রতিটি পদের জন্য ২২৩ টাকা ফি প্রদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফি জমা না দিলে আপনার আবেদন ফি বাতিল বলে গণ্য হবে। অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে আপনার ফি পাঠাতে হবে। Tangail CS Job Circular 2024

সিভিল সার্জনের কার্যালয় আবেদনের নিয়ম

সিভিল সার্জনের কার্যালয় এ আবেদন করতে চাইলে আপনি আমাদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির নিচে একটি লিংক দেয়া আছে। আপনি সেই লিংকে ক্লিক করুন। লিংকে ক্লিক করার পর আপনার আবেদনের পেজটি প্রদর্শিত হবে। আপনার পছন্দের পদটিতে ক্লিক করে তারপর নেক্সট বাটনে ক্লিক করুন। এবার আপনি সুন্দরভাবে আপনার ফরমেটে যে সকল ইনফরমেশন চাওয়া হয়েছে সবগুলো সঠিকভাবে পুরুন করুন। তবে বাংলাদেশের সকল আগ্রহী প্রার্থীরা সিভিল সার্জনের কার্যালয়, টাঙ্গাইল অনলাইন এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের পুর্বে আপনি অবশ্যই আপনার নিজের ছবি ৩০০-৩০০ সাইজের ছবি যার সর্বোচ্চ সাইজ ১০০ কেবি ও ৩০০-৮০ সাইজের আপনার স্বাক্ষর যার সাইজ ৬০ কেবি স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত ফরমেটে এই ছবি আপলোড না করতে পারলে আপনার আবেদন বাতিল বলে গণ্য হবে। Tangail CS Job Circular 2024

টাঙ্গাইল সিভিল সার্জনের কার্যালয় আবেদনের সময়সীমা:

অনলাইনে আবেদন পত্র জমা ফি প্রদান করা শুরুর তারিখ হলো ০৯ ই মে ২০২৪ তারিখ সকাল ১০ ঘটিকা হতে। অনলাইনে আবেদন পত্র জমা ও ফি প্রদানের শেষ তারিখ হলো ২৯ ই মে ২০২৪ বিকাল ০৪ ঘটিকা পর্যন্ত। সকল প্রার্থী অবশ্যই অনলাইনে যথাসময়ে আবেদনটি করে ফেলুন। তবে ফি অবশ্যই আবেদন করার পর ৭২ ঘন্টার মধ্যে জমা দিবেন।

টাঙ্গাইল সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তির সকল তথ্যসমুহ

পদের নাম:বিজ্ঞপ্তি দেখুন।
পদ সংখ্যা:২১৯
প্রতিষ্টানের নাম:টাঙ্গাইল সিভিল সার্জনের কার্যালয়
চাকরির ধরণ:সরকারী
শিক্ষাগত যোগ্যতা:জেএসসি/ এসএসসি/ স্নাতক পাশ থাকতে হবে।
চাকরির স্থায়ীত্ব:স্থায়ী
চাকরির প্রকৃতি:ফুল-টাইম
বয়স:১৮-৩০ এবং মুক্তিযোদ্ধা ৩২ বছর
আবেদন ফি:বিজ্ঞপ্তি দেখুন।
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ:০৮ ই মে ২০২৪
আবেদন শুরু:০৯ ই মে ২০২৪
আবেদনের শেষ তারিখ:২৯ ই মে ২০২৪
চাকরির সোর্স:ওযেবসাইট
আবেদনের নিয়ম:অনলাইনে আবেদন করতে হবে।
কর্মস্থল: টাঙ্গাইল

টাঙ্গাইল সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করুন ২০২৪

টাঙ্গাইল সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ
টাঙ্গাইল সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি CS Job Circular 2024
টাঙ্গাইল সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি CS Job Circular 2024
Apply Logo

টাঙ্গাইল সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ ২০২৪

টাঙ্গাইল সিভিল সার্জনের কার্যালয় আবেদন করার জন্য আপনাকে এসএমএস এর মাধ্যমে ফি প্রদান করতে হবে। কিভাবে এসএমএস এর মাধ্যমে ফি প্রদান করতে হবে তার যথাযথ উপস্থাপন আমাদের ওয়েবসাইটে তুলে ধরা হলো।

প্রধম এসএমএস পাঠানোর নিয়ম:

আপনার মুঠোফোন থেকে যেকোন প্রেপেইড টেলিটক সিমের মাধ্যমে CSTANGAIL Space User ID লিখে সেন্ড করতে হবে ১৬২২২ নাম্বারে।

উদাহরন: CSTANGAIL Space ABCDEF & send 16222

Reply Applicant Name, Tk. 223 will be charged as an application fee. Your pin is 12345678. To pay the fee type CSTANGAIL space yes space pin and send to 16222.

দ্বিতীয় এসএমএস পাঠানোর নিয়ম:

CSTANGAIL space Yes space Pin লিখে সেন্ড করতে হবে ১৬২২২.

উদাহরন: CSTANGAIL Space Yes space 12345678 & send 16222.

Reply: Congratulations! Applicant name payment was completed successfully for CSTANGAIL. Application for (post name) User ID is (ABCDEF) and password(xxxxxxxx)

About Admin

Check Also

Narail DC Office Job 2024

নড়াইল জেলা প্রশাসকের কার্যালয় চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি Narail DC Office Job Circular 2024

নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে জনবল নিয়োগের নিমিত্তে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনি যদি নড়াইল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *