তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে অর্ধপরিবাহীর রোধের কী পরিবর্তন ঘটে?

Rate this post

প্রিয় শিক্ষার্থী, আমরা তোমাদের জন্য এই পেজে আলোচনা করবো তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে অর্ধপরিবাহীর রোধের কী পরিবর্তন ঘটে? তোমরা এই প্রশ্নের উত্তর সুন্দর ভাবে জানার জন্য মনোযোগ সহকারে সকল তথ্যগুলো পড়। আশা করি আমাদের এই প্রশ্নের প্রাসঙ্গিক উত্তর সুন্দর ভাবে উপস্থাপন করতে সক্ষম হয়েছি।

তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে অর্ধপরিবাহীর রোধের কী পরিবর্তন তার ব্যাখ্যা:

আমরা জানি পরম শুন্য তাপমাত্রায় অর্ধপরিবাহীর ইলেকট্রনগুলো পরমানুতে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। এই তাপমাত্রার সমযোজী অনুগুলো খুবই সবল হয়ে এবং সবগুলো যোজন ইলেকট্রনই সহযোগী অনুবদ্ধ তৈরিতে ব্যস্থ থাকে। ফলে কোন মুক্ত ইলেকট্রন থাকে না। তাপমাত্রা বৃদ্ধি করলে কিছু সংখ্যক সমযোজী অনুুর বন্ধন ভেঙে যায় এবং কিছু ইলেকট্রন পরিবহন ব্যান্ডে প্রবেশ করার মতো যথেষ্ট শক্তি অর্জন করে এবং মুক্ত ইলেকট্রনে পরিণত হয়। এসময় সামান্য বিভব পার্থক্য প্রয়োগে মুক্ত ইলেকট্রন তড়িৎ প্রবাহ সৃষ্টি করে অর্থাৎ এদের পরিবাহকত্ব বৃদ্ধি পায়। পরিবাহীতা রোধের ব্যস্তানুপাতিক হওয়ায় তাপমাত্রা বাড়ালে অর্ধপরিবাহীর রোধ হ্রাস পায়।

About Admin

Check Also

বিপদে সংকেতে লাল রঙ ব্যবহার করা হয় কেন?

বিপদে সংকেতে লাল রঙ ব্যবহার করা হয় কেন?

প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে আলোচনা করবো সেটা হলো বিপদে সংকেতে লাল রঙ ব্যবহার করা হয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *