বেগ ও ত্বরণের মধ্যে পার্থক্য

1/5 - (1 vote)

প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য বেগ ও ত্বরণের মধ্যে পার্থক্য কি কি সেগুলো তুলে ধরবো। আশা করি, নিচে ছক আকারে প্রদত্ত বেগ ও ত্বরণের মধ্যে পার্থক্য সুন্দরভাবে বুঝতে পারবে।

বেগ ও ত্বরণের মধ্যে পার্থক্য কি?

বেগত্বরণ
১. সময় ব্যবধান শুন্যের কাছাকাছি হলে সময়ের সাথে সরণের হারকে বেগ বলে।সময় ব্যবধান শুন্যের কাছাকাছি হলে সময়ের সাথে বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে।
২. কোন বস্তু গতিশীল থাকা অবস্থায় কোন বল প্রয়োগ না করলে তা সমবেগে চলতে থাকে।২. কোন বস্তু গতিশীল থাকা অবস্থায় কোন বল প্রয়োগ না করলে তা সমবেগে চলবে তবে তাতে কোন ত্বরণ সৃষ্টি হবে না।
৩. বেগের মাত্রা- LT-1৩. ত্বরনের মাত্রা-LT-2
৪. বেগের একক-ms-1৪. ত্বরনের একক-ms-2
৫. বল প্রয়োগ না করলে কোন বস্তুর বেগের কোন পরিবর্তন হয় না। ৫. বস্তুর ত্বরন তার বলের সমানুপাতিক।
৬. বেগকে V (Velocity) দ্বারা প্রকাশ করা হয়।৬. ত্বরণকে a (acceleration) দ্বারা প্রকাশ করা হয়।

কীওয়ার্ডসমুহ:-বেগ ও ত্বরণের মধ্যে পার্থক্য কি, বেগ ও ত্বরণের মধ্যে ৫ টি পার্থক্য, বেগ ও ত্বরণের মধ্যে ৩টি পার্থক্য, বেগ কাকে বলে, ত্বরন কাকে বলে?

About Admin

Check Also

ভর ও ওজনের মধ্যে পার্থক্য

ভর ও ওজনের মধ্যে পার্থক্য-(Distinction between Mass and Weight)

প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে তোমাদের মধ্যে শেয়ার করবো ভর ও ওজনের মধ্যে পার্থক্য কি? তোমাদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *