স্থানীয় সরকার , পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রনালয়, স্থানীয় সরকার বিভাগ ছাড়পত্র মোতাবেক মেহেরপুর জেলার সদর উপজেলার বারাদি ও শ্যামপুর ইউনিয়ন পরিষদ ইউপি সচিব এর শুন্যপদের বিপরীতে সম্পুর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ ও প্যানেল সংরক্ষনের লক্ষে মেহেরপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে স্বহস্তে লিখিত দরখাস্ত আহবান করা হচ্ছে। আপনি যদি বাংলাদশের মধ্যে স্বনামধন্য চাকরি করতে চান তাহলে আজই মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় আবেদন করতে পারেন। এবার আমরা Meherpur DC Office Job Circular 2024 চাকরির সার্কুলার নিয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করবো।
Contents
- 1 মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ ২০২৪
- 2 মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ পদের বিবরনী
- 3 আবেদন করার নিয়ম:
- 4 আবেদন ফি:
- 5 মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ ২০২৪
- 6 মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করুন ২০২৪
- 7 মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় আবেদনের শর্তাবলী:
- 8 ফি পরিশোধের পদ্ধতি দেখুন।
মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ ২০২৪
বাংলাদেশের মেহেরপুর জেলার সকল প্রার্থী মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করতে পারবেন। অন্য জেলার প্রার্থীরা এই চাকরিতে আবেদন করতে পারবে না। মেহেরপুর জেলা সকল ছেলে ও মেয়ে এই চাকরিতে অনলাইনে আবেদন করতে পারবেন। মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগে আবেদন করেতে কি কি শর্ত আছে তা আমাদের ওয়েবাসাইটে সব তুলে ধরা হবে। তাই মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদনের পুর্বে সকল তথ্যগুলো মনোযোগ সহকারে পড়ুন। আপনি এই চাকরিতে আবেদনের জন্য সার্স দিতে পারেন গুগলে লিখবেন Meherpur DC Office Job Circular 2024. মেহেরপুর ডিসি অফিসে নিয়োগ ২০২৪. ডেপুটি কমিশনার কার্যালয়ে নিয়োগ ২০২৪ ইত্যাদি তাহলে আরোও এই চাকরি সম্পর্কে নতুন তথ্য পাবেন।
মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ পদের বিবরনী
- পদের নাম: অফিস সহায়ক
- প্রতিষ্ঠানের নাম: মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়
- গ্রেড: ২০
- বেতন ও স্কেল: ৮২৫০-২০০১০/- টাকা
- পদের সংখ্যা-০৬ টি
- শিক্ষকতা ও অন্যান্য যোগ্যতা: এসএসসি পাশ থাকতে হবে।
- পদের নাম: নিরাপত্তা প্রহরী
- প্রতিষ্ঠানের নাম: মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়
- গ্রেড: ২০
- বেতন ও স্কেল: ৮২৫০-২০০১০/- টাকা
- পদের সংখ্যা-০৬ টি
- শিক্ষকতা ও অন্যান্য যোগ্যতা: এসএসসি পাশ থাকতে হবে।
- পদের নাম: নিরাপত্তা প্রহরী ( সার্কিট হাউজ)
- প্রতিষ্ঠানের নাম: মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়
- গ্রেড: ২০
- বেতন ও স্কেল: ৮২৫০-২০০১০/- টাকা
- পদের সংখ্যা-০১ টি
- শিক্ষকতা ও অন্যান্য যোগ্যতা: এসএসসি পাশ থাকতে হবে।
- পদের নাম: বেয়ারার ( সার্কিট হাউজ)
- প্রতিষ্ঠানের নাম: মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়
- গ্রেড: ২০
- বেতন ও স্কেল: ৮২৫০-২০০১০/- টাকা
- পদের সংখ্যা-০১ টি
- শিক্ষকতা ও অন্যান্য যোগ্যতা: এসএসসি পাশ থাকতে হবে।
- পদের নাম: মালি ( সার্কিট হাউজ)
- প্রতিষ্ঠানের নাম: মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়
- গ্রেড: ২০
- বেতন ও স্কেল: ৮২৫০-২০০১০/- টাকা
- পদের সংখ্যা-০১ টি
- শিক্ষকতা ও অন্যান্য যোগ্যতা: জেএসসি পাশ থাকতে হবে।
- পদের নাম: পরিচ্ছন্নতা কর্মী
- প্রতিষ্ঠানের নাম: মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়
- গ্রেড: ২০
- বেতন ও স্কেল: ৮২৫০-২০০১০/- টাকা
- পদের সংখ্যা-০৬ টি
- শিক্ষকতা ও অন্যান্য যোগ্যতা: জেএসসি পাশ থাকতে হবে।
আবেদন করার নিয়ম:
আবেদন করতে হলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। আমাদের ওয়েবসাইটে নিচে লিংক দেয়া আছে আপনি সেই লিংকের উপর ক্লিক করুন।
আবেদন ফি:
আবেদন করার সময় আপনি টেলিটক সিমের মাধ্যমে আপনার আবেদন ফিস পরিশোধ করতে পারেবেন। তার জন্য আপনাকে আবেদনের ৭২ ঘন্টার এর মধ্যে আপনার ফিস পরিশোধ করতে হবে। আপনাকে প্রতিটি আবেদনের জন্য ১১২ টাকা ফিস পরিশোধ করতে হবে। (১-৬) নং পদের জন্য আপনাকে ১১২ টাকা ফিস পরিশোধ করতে হবে। ০২ টি এসএমএস প্রদানের জন্য আপনাকে আরোও ০৫ টাকা পরিশোধ করতে হবে।
মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ ২০২৪
পদের নাম: | বিজ্ঞপ্তি দেখুন। |
পদ সংখ্যা: | ১৬ টি |
প্রতিষ্টানের নাম: | মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় |
চাকরির ধরণ: | সরকারী |
শিক্ষাগত যোগ্যতা: | কোন স্বীকৃত বোর্ড আপনাকে এসএসসি পাশ বা মাধ্যমিক এসএসসি স্কুল সার্টিফিকেট থাকতে হবে। |
চাকরির স্থায়ীত্ব: | স্থায়ী |
চাকরির প্রকৃতি: | ফুল-টাইম |
বয়স: | সর্বনিম্ন ১৮-৩০ বছর। |
আবেদন ফি: | ১১২/- টাকা |
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: | ০৮ ই জুন ২০২৪ |
আবেদন শুরু: | ১১ ই জুন ২০২৪ |
আবেদনের শেষ তারিখ: | ০৮ ই জুলাই ২০২৪ |
চাকরির সোর্স: | ওয়েবসাইট। |
আবেদনের নিয়ম: | অনলাইনে আবেদন করতে হবে। |
মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করুন ২০২৪
মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় আবেদনের শর্তাবলী:
- আবেদনকারীকে অবশ্যই জন্মসুত্র বাংলাদেশের নাগরিক হতে হবে।
- আবেদনকারীকে আবেদন অবশ্যই স্বহস্তে করতে হবে। স্বহস্ত ব্যতিত আপনার আবেদন গ্রহনযোগ্য হবে না।
- নির্ধারিত পদের জন্য চাহিদা মোতাবেক সকল তথ্য পুরুন করতে হবে। আবেদন অসম্পুর্ণ হলে আপনার আবেদন বাতিল বলে গণ্য হবে।
- বিবাহি নারীদের জন্য স্বামীর ঠিকানা উল্লেখ করতে হবে।
- প্রার্থীর বয়ষ ০৮ ই জুলাই ২০২৪ তারিখ হতে ১৮-৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধার ক্ষেত্রে বয়স ৩২ বছর হবে।
- চাকরিরত প্রার্থীদের যথাযথ কতৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
- প্রার্থী যে ঠিকানায় প্রবেশ পেতে ইচ্ছুক সেই ঠিকানা খামের উপর সুন্দর করে লিখতে হবে। ১০ টাকা মুল্যের অব্যবহৃত ডাক টিকেটযুক্ত ১০ ইঞ্চি-৪.৫ ইঞ্চি একটি খাম আবেদনের সাথে যুক্ত করতে হবে।
ফি পরিশোধের পদ্ধতি দেখুন।
মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় আবেদন করার জন্য আপনাকে এসএমএস এর মাধ্যমে ফি প্রদান করতে হবে। কিভাবে এসএমএস এর মাধ্যমে ফি প্রদান করতে হবে তার সকল গাইডলাইন এখানে তুলে ধরা হলো
প্রধম এসএমএস পাঠানোর নিয়ম:
আপনার মুঠোফোন থেকে যেকোন প্রেপেইড টেলিটক সিমের মাধ্যমে DCMEHERPUR Space User ID লিখে সেন্ড করতে হবে ১৬২২২ নাম্বারে।
উদাহরন: DCMEHERPUR Space ABCDEF & send 16222
Reply Applicant Name, Tk.112 will be charged as an application fee. Your pin is 12345678. To pay the fee type DCMEHERPUR space yes space pin and send to 16222.
দ্বিতীয় এসএমএস পাঠানোর নিয়ম:
DCMEHERPUR space Yes space Pin লিখে সেন্ড করতে হবে ১৬২২২.
উদাহরন: DCMEHERPUR Space Yes space 12345678 & send 16222.
Reply: Congratulations! Applicant name payment was completed successfully for DCMEHERPUR. Application for (post name) User ID is (ABCDEF) and password(xxxxxxxx)