প্রিয় পাঠক, আমরা এই পেজে তোমাদের জন্য শক্তি ও ক্ষমতা মধ্যে পার্থক্য তুলে ধরবো। যারা শক্তি ও ক্ষমতা মধ্যে পার্থক্য জানতে চাও তাদের জন্য এই পোস্টটি লেখা হবে। তাই শক্তি ও ক্ষমতা মধ্যে পার্থক্য জানতে নিচের ছকটি ভালো করে দেখুন।
শক্তি ও ক্ষমতা মধ্যে পার্থক্য
শক্তি | ক্ষমতা |
১. কোন বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। | ১, কোন বস্তু একক সময়ে যে কাজ করতে পারে তাকে ক্ষমতা বলে। |
২. সাধারনত শক্তি নির্ণয় করা হয় মোট নিষ্পন্ন কাজ দিয়ে তাই এখানে সময়ের প্রশ্ন আসে না। | ২ক্ষমতা নির্ণয়ে মোট কাজের কোন প্রয়োজন নাই। নিদিষ্ট পরিমান কাজ করতে যার যত কম সময় লাগবে তার ক্ষমতা তত বেশি হবে। ক্ষমতা নির্ণয়ে তাই সময়ের প্রশ্ন আসে। |
৩. শক্তির প্রকারভেদ আছে। শক্তি এক রুপ থেকে অন্য রুপে রুপান্তরিত হয়। | ৩. ক্ষমতা কোন প্রকারভেদ নাই তাই রুপান্তরের প্রশ্নই আসেনা। |
৪. শক্তির মাত্রা-[ ML2T-2 ] | ৪. ক্ষমতার মাত্রা-[ ML2T-3 ] |
৫. শক্তির একক- জুল। | ৫. ক্ষমতার একক- ওয়াট |
ট্যাগ: শক্তি ও ক্ষমতা মধ্যে পার্থক্য,শক্তি ও ক্ষমতা মধ্যে তিনটি পার্থক্য লিখ, শক্তি ও ক্ষমতা মধ্যে পাঁচটি পার্থক্য, শক্তি ও ক্ষমতা বলতে কি বুঝ।