শক্তি ও ক্ষমতা মধ্যে পার্থক্য লিখ

Rate this post

প্রিয় পাঠক, আমরা এই পেজে তোমাদের জন্য শক্তি ও ক্ষমতা মধ্যে পার্থক্য তুলে ধরবো। যারা শক্তি ও ক্ষমতা মধ্যে পার্থক্য জানতে চাও তাদের জন্য এই পোস্টটি লেখা হবে। তাই শক্তি ও ক্ষমতা মধ্যে পার্থক্য জানতে নিচের ছকটি ভালো করে দেখুন।

শক্তি ও ক্ষমতা মধ্যে পার্থক্য

শক্তিক্ষমতা
১. কোন বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে।১, কোন বস্তু একক সময়ে যে কাজ করতে পারে তাকে ক্ষমতা বলে।
২. সাধারনত শক্তি নির্ণয় করা হয় মোট নিষ্পন্ন কাজ দিয়ে তাই এখানে সময়ের প্রশ্ন আসে না।

২ক্ষমতা নির্ণয়ে মোট কাজের কোন প্রয়োজন নাই। নিদিষ্ট পরিমান কাজ করতে যার যত কম সময় লাগবে তার ক্ষমতা তত বেশি হবে। ক্ষমতা নির্ণয়ে তাই সময়ের প্রশ্ন আসে।
৩. শক্তির প্রকারভেদ আছে। শক্তি এক রুপ থেকে অন্য রুপে রুপান্তরিত হয়।৩. ক্ষমতা কোন প্রকারভেদ নাই তাই রুপান্তরের প্রশ্নই আসেনা।
৪. শক্তির মাত্রা-[ ML2T-2 ]৪. ক্ষমতার মাত্রা-[ ML2T-3 ]
৫. শক্তির একক- জুল।৫. ক্ষমতার একক- ওয়াট
প্রিয় শিক্ষার্থী তোমরা মনে রাখার ফেসবুকের মাধ্যমে এই পোস্টটি শেয়ার করেতে পারো। বিজ্ঞান বিষয়ক যদি আরোও ভিন্ন কোন প্রশ্ন থাকে তাহলে আমাদের ওয়েবসাইটের নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো।

ট্যাগ: শক্তি ও ক্ষমতা মধ্যে পার্থক্য,শক্তি ও ক্ষমতা মধ্যে তিনটি পার্থক্য লিখ, শক্তি ও ক্ষমতা মধ্যে পাঁচটি পার্থক্য, শক্তি ও ক্ষমতা বলতে কি বুঝ।

About Admin

Check Also

বিপদে সংকেতে লাল রঙ ব্যবহার করা হয় কেন?

বিপদে সংকেতে লাল রঙ ব্যবহার করা হয় কেন?

প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে আলোচনা করবো সেটা হলো বিপদে সংকেতে লাল রঙ ব্যবহার করা হয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *