প্রিয় শিক্ষার্থী, আমরা তোমাদের জন্য সংরক্ষনশীল বল ও অসংরক্ষনশীল বলের মধ্যে পার্থক্য নিয়ে আমাদের এই পেজে লিখবো। অনেকে প্রশ্ন করেন সংরক্ষনশীল বল ও অসংরক্ষনশীল বলের মধ্যে তিনটি পার্থক্য জানতে চাই। তোমাদের সুবিধার্থে নিচে সংরক্ষনশীল বল ও অসংরক্ষনশীল বলের মধ্যে পার্থক্য লেখা হলো।
সংরক্ষনশীল বল ও অসংরক্ষনশীল বলের মধ্যে পার্থক্য
সংরক্ষনশীল বল | অসংরক্ষনশীল বল |
১. কোন কনা বা বস্তু বিভিন্ন পথে ঘুরে পুনরায় তার আদি অবস্থানে ফিরে আসলে কৃতকাজের পরিমান যদি শুন্য হয়ে তবে তাকে সংরক্ষশীল বল বলে। | ১. কোন কনা বা বস্তু বিভিন্ন পথে ঘুরে পুনরায় তার আদি অবস্থানে ফিরে আসলে কৃতকাজের পরিমান যদি শুন্য না হয় তবে তাকে অসংরক্ষশীল বল বলে। |
২. কোন কনা একটি পুর্ণ চক্র সম্পন্ন করে তার আদি অবস্থানে ফিরে আসলে সংরক্ষনশীল বল দ্বারা কৃতকাজের পরিমান শুন্য হয়। | ২. কোন কনা একটি পুর্ণ চক্র সম্পন্ন করে তার আদি অবস্থানে ফিরে আসলে অসংরক্ষনশীল বল দ্বারা কৃতকাজের পরিমান শুন্য হয় না। |
৩.সংরক্ষনশীল বল দ্বারা কোন কনার উপর কৃত কাজ কনাটির গতিপথের উপর নির্ভর করে না কেবল কনার আদি অবস্থান থেকে শেষ অবস্থানের উপর নির্ভর করে। | ৩.অসংরক্ষনশীল বল দ্বারা কোন কনার উপর কৃতকাজ কনার আদি অবস্থান থেকে শেষ অবস্থানের পাশাপাশি কনাটির গতিপথের উপর নির্ভর করে। |
৪. সংরক্ষনশীল বল দ্বারা কৃতকাজ সম্পুর্ন রুপে পুনরুদ্ধার করা সম্ভব। | ৪. অসংরক্ষনশীল বল দ্বারা কৃতকাজ সম্পুর্ন রুপে পুনরুদ্ধার করা সম্ভব। |
৫. সংরক্ষশীল বলের ক্ষেত্রে যান্ত্রিক শক্তির নিত্যতা সুত্র খাটে। | ৫.অসংরক্ষশীল বলের ক্ষেত্রে যান্ত্রিক শক্তির নিত্যতা সুত্র খাটে না। |
৬. সংরক্ষনশীল বলের উদারহন হলো: আদর্শ স্প্রিং এর বল, অভিকর্ষীয় বল, বৈদ্যুতিক বল বা তড়িৎ বল, কুলম্ব বল, চৌম্বক বল ইত্যাদি। | ৬. অসংরক্ষনশীল বলের উদারহন হলো: ঘর্ষণ বল, সান্দবল, বায়ুর বাধা বল ইত্যাদি। |
ট্যাগ: সংরক্ষনশীল বল ও অসংরক্ষনশীল বলের মধ্যে ০৩ টি পার্থক্য, সংরক্ষনশীল বল ও অসংরক্ষনশীল বলের মধ্যে ০৫টি পার্থক্য, সংরক্ষনশীল বল বা অসংরক্ষনশীল বল বলতে কি বুঝ? সংরক্ষনশীল বল ও অসংরক্ষনশীল বলের মধ্যে কয়েকটি উদাহরন।