স্কেলার রাশি ও ভেক্টর রাশি কাকে বলে?

Rate this post

প্রিয় শিক্ষার্থী আমরা এখন তোমাদের জন্য লিখবো স্কেলার রাশি ও ভেক্টর রাশি কাকে বলে? এই বিষয় নিয়ে তোমাদের জন্য আলোচনা করবো। স্কেলার রাশি বা ভেক্টর রাশি সম্পর্কে যাদের ভালো ধারনা নেই তোমরা এই পেজ থেকে সবকিছু জানতে পারবে।

স্কেলার রাশি কাকে বলে?

স্কেলার রাশি: যে সকল রাশি প্রকাশের জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয় কিন্ত দিকের প্রয়োজন হয় না তাদেরকে স্কেলার রাশি বলে। তাই স্কেলার রাশির ক্ষেত্রে শুধু মান হলেই চলবে দিকের কোন প্রয়োজন নাই। যেমন: ভর দৈঘ্য, তাপ, তাপমাত্রা, কাজ ইত্যাদি। তবে পরীক্ষায় কমন আসার জন্য বা আরোও উদাহরন জানতে নিচে আরোও দেখতে পরো।

স্কেলার রাশির উদাহরণ: ভর, দৈঘ্য, সময়, তাপ, তাপমাত্রা, দুরত্ব, দ্রুতি, চাপ, কাজ, শক্তি, ক্ষমতা, বিকৃতি, ক্ষেত্রফল, ঘনত্ব, পীড়ন, বিভব, পৃষ্টশক্তি, আপেক্ষিক গুরুত্ব, তড়িৎ বিভব, রোধ, তড়িৎ আধান,(চার্জ) তড়িচ্চালক শক্তি, গতিশক্তি, মহাকর্ষীয় বিভব, জড়তার ভ্রামক, চক্রগতির ব্যাসারধ, শিশিরাংক, বিভবশক্তি, কম্পাংক, তরঙ্গ, দৈর্ঘ্য, আয়তন, আপেক্ষিক আদ্রতা, ধারকত্ব, মহাকর্ষীয় ধ্রুবক, ডাইভারজেন্স ইত্যাদি।

ভেক্টর রাশি কাকে বলে?

ভেক্টর রাশি: যে সকল রাশি প্রকাশের জন্য মান ও দিক উভয়েরই প্রয়োজন হয় তাকে ভেক্টর রাশি বলে। তাই মনে রাখতে হবে ভেক্টর রাশি প্রকাশের জন্য মান ও দিক উভয়েরই প্রয়োজন হয়। যেমন: বেগ, সরন, তড়িৎ ক্ষেত্র ইত্যাদি।

ভেক্টর রাশির উদাহরন: বল, বেগ, সময়, সরন, ওজন, অসমবেগ, আপেক্ষিক বেগ, গড়বেগ, সমবেগ, মধ্যবেগ, ত্বরণ,মন্দন, অন্তবেগ, আপেক্ষিক ত্বরন, সান্দ্রতা, সান্দতাংক, কৌনিক বেগ, টর্ক, ঘুর্নন বল, কেন্দ্রমুখী ত্বরন, ভরবেগ, কৌনিক ত্বরন, মহাকর্ষীয় ক্ষেত্র, কৌনিক ভরবেগ, তড়িৎ তীব্রতা, সঞ্চারন বেগ, ঘর্ষন বল, তড়িৎ বল, বল ভ্রামক, লরেন্জ বল, সংশক্তি বল, কেন্দ্রমুখী বল, চৌম্বক দৈঘ্য, চৌম্বক মোমেন্ট, পৃষ্টটান, আসন্জন বল, চৌম্বক তীব্রতা, চৌম্বক ফ্লাক্স ঘনত্ব, বলের ঘাত, গ্রাডিয়েন্ট, কার্ল ইত্যাদি।

এই প্রশ্ন সম্পর্কিত আরোও প্রশ্ন:-স্কেলার রাশি ও ভেক্টর রাশি কাকে বলে?, স্কেলার রাশি ও ভেক্টর রাশি বলতে কি বুঝ? স্কেলার রাশি কি, ভেক্টর রাশি কি?, স্কেলার রাশির কয়েকটি উদাহরন, ভেক্টর রাশি কয়েকটি উদাহরণ

About Admin

Check Also

বিপদে সংকেতে লাল রঙ ব্যবহার করা হয় কেন?

বিপদে সংকেতে লাল রঙ ব্যবহার করা হয় কেন?

প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে আলোচনা করবো সেটা হলো বিপদে সংকেতে লাল রঙ ব্যবহার করা হয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *