আমরা ওয়েবসাইটে স্কেলার রাশি ও ভেক্টর রাশির মধ্যে কয়েকটি পার্থক্য তুলে ধরবো। স্কেলার রাশি ও ভেক্টর রাশির মধ্যে পার্থক্য নিচে দেখুন।
স্কেলার রাশি ও ভেক্টর রাশির মধ্যে পার্থক্য
স্কেলার রাশি | ভেক্টর রাশি | |
১ | যে সকল ভৌত রাশির মান আছে কিন্ত দিক নাই তাদেরকে স্কেলার রাশি বলে। | যে সকল ভৌত রাশির মান আছে এবং দিক আছে তাদেরকে ভেক্টর রাশি বলে। |
২ | স্কেলার রাশির ক্ষেত্রে শুধু মানের প্রয়োজন হয়। | ভেক্টর রাশির ক্ষেত্রে মান ও দিক উভয়েরই প্রয়োজন হয় |
৩ | উদাহরণ: দৈঘ্য, ভর, সময়, জনসংখ্যা, তাপমাত্রা, তাপ, বৈদ্যুতিক বিভব, দ্রুতি, কাজ, শক্তি, চাপ ইত্যাদি | উদাহরণ: সরণ, বেগ, ত্বরণ, মন্দন, বল, ওজন, কৌনিক বেগ, কৌনিক ভরবেগ, টর্ক, ক্ষেত্রফল ইত্যাদি |
৪ | দুটি ভেক্টরের ডট বা স্কেলার গুনফল একটি স্কেলার রাশি হয়। | দুটি ভেক্টরের ভেক্টর গুনফল বা ক্রস গুনফল সর্বদা একটি ভেক্টর রাশি হয়। |
৫ | স্কেলার রাশির সাধারণ বীজগুনিতক নিয়মে যোগ, বিয়োগ, গুন, ভাগ করা যায়। | ভেক্টর রাশির সাধারণ বীজগুনিতক নিয়মে যোগ, বিয়োগ, গুন, ভাগ করা যায়না। |
৬ | দুটি স্কেলার রাশির একটির মান শুন্য না হলে এদের গুনফল শুন্য হয়না। | দুটি ভেক্টর রাশির মধ্যে একটির মান শুন্য হলে এদের গুনফল শুন্য হয়। |
৭ | স্কেলার রাশি চেনার জন্য কোন বিশেষ চিহ্ণ ব্যবহার করা হয়না। | ভেক্টর রাশি প্রকাশের জন্য তীর বা অন্যান্য চিহ্ণ ব্যবহার করা হয়। যেমন A ভেক্টর। |
৮ | দুটি স্কেলার রাশির গুনফল সবসময় একটি স্কেলার রাশি হয়। | দুটি ভেক্টর রাশির গুনফল গুনের প্রকৃতির উপর নির্ভর করে একটি স্কেলার রাশি অথবা ভেক্টর রাশি হতে পারে। |
৯ | স্কেলার রাশি সাধারণত একমাত্রিক প্যারামিটার। | অপরদিকে ভেক্টর রাশি একমাত্রিক, দ্বিমাত্রিক এমন কি ত্রিমাত্রিক প্যারামিটারও হতে পারে। |