স্কেলার রাশি ও ভেক্টর রাশির মধ্যে পার্থক্য

1/5 - (1 vote)

আমরা ওয়েবসাইটে স্কেলার রাশি ও ভেক্টর রাশির মধ্যে কয়েকটি পার্থক্য তুলে ধরবো। স্কেলার রাশি ও ভেক্টর রাশির মধ্যে পার্থক্য নিচে দেখুন।

স্কেলার রাশি ও ভেক্টর রাশির মধ্যে পার্থক্য

স্কেলার রাশিভেক্টর রাশি
যে সকল ভৌত রাশির মান আছে কিন্ত দিক নাই তাদেরকে স্কেলার রাশি বলে।যে সকল ভৌত রাশির মান আছে এবং দিক আছে তাদেরকে ভেক্টর রাশি বলে।
স্কেলার রাশির ক্ষেত্রে শুধু মানের প্রয়োজন হয়।ভেক্টর রাশির ক্ষেত্রে মান ও দিক উভয়েরই প্রয়োজন হয়
উদাহরণ: দৈঘ্য, ভর, সময়, জনসংখ্যা, তাপমাত্রা, তাপ, বৈদ্যুতিক বিভব, দ্রুতি, কাজ, শক্তি, চাপ ইত্যাদিউদাহরণ: সরণ, বেগ, ত্বরণ, মন্দন, বল, ওজন, কৌনিক বেগ, কৌনিক ভরবেগ, টর্ক, ক্ষেত্রফল ইত্যাদি 
দুটি ভেক্টরের ডট বা স্কেলার গুনফল একটি স্কেলার রাশি হয়।দুটি ভেক্টরের ভেক্টর গুনফল বা ক্রস গুনফল সর্বদা একটি ভেক্টর রাশি হয়।
স্কেলার রাশির সাধারণ বীজগুনিতক নিয়মে যোগ, বিয়োগ, গুন, ভাগ করা যায়।ভেক্টর রাশির সাধারণ বীজগুনিতক নিয়মে যোগ, বিয়োগ, গুন, ভাগ করা যায়না।
দুটি স্কেলার রাশির একটির মান শুন্য না হলে এদের গুনফল শুন্য হয়না।দুটি ভেক্টর রাশির মধ্যে একটির মান শুন্য হলে এদের গুনফল শুন্য হয়।
স্কেলার রাশি চেনার জন্য কোন বিশেষ চিহ্ণ ব্যবহার করা হয়না।ভেক্টর রাশি প্রকাশের জন্য তীর বা অন্যান্য চিহ্ণ ব্যবহার করা হয়। যেমন A ভেক্টর।
দুটি স্কেলার রাশির গুনফল সবসময় একটি স্কেলার রাশি হয়।দুটি ভেক্টর রাশির গুনফল গুনের প্রকৃতির উপর নির্ভর করে একটি স্কেলার রাশি অথবা ভেক্টর রাশি হতে পারে।
স্কেলার রাশি সাধারণত একমাত্রিক প্যারামিটার।অপরদিকে ভেক্টর রাশি একমাত্রিক, দ্বিমাত্রিক এমন কি ত্রিমাত্রিক প্যারামিটারও হতে পারে।

About Admin

Check Also

বিপদে সংকেতে লাল রঙ ব্যবহার করা হয় কেন?

বিপদে সংকেতে লাল রঙ ব্যবহার করা হয় কেন?

প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে আলোচনা করবো সেটা হলো বিপদে সংকেতে লাল রঙ ব্যবহার করা হয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *