প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে আলোচনা করবো সেটা হলো বিপদে সংকেতে লাল রঙ ব্যবহার করা হয় কেন? যারা এই প্রশ্নের জানতে চাও তারা বিপদে সংকেতে লাল রঙ ব্যবহার করার কারন মনোযোগ সহকারে পড়ে জেনে নাও।
বিপদে সংকেতে লাল রঙ ব্যবহার করা হয় কেন?
বিপদে সংকেতে লাল রঙ ব্যবহার করা হয় কারন: বিপদ সংকেতে লাল আলো ব্যাবহারে প্রধান কারন হলো বায়ুর অনু দ্বারা এর বিক্ষেপণ সর্বনিম্ন হয়। বিক্ষেপনের প্রভাব কোন আলোর রঙের তরঙ্গদৈর্ঘ্যের চতুর্থ ঘাতের সমানুপাতিক। সুতরাং দৃশ্যমান আলোর মধ্যে নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম বলে এটি সবচেয়ে বেশি বিক্ষিপ্ত হয় এবং লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি বলে এটি সবচেয়ে বিক্ষিপ্ত হয়ে থাকে। যেমন লাল আলো কুয়াশা, বৃষ্টি ইত্যাদির মধ্য দিয়ে দীর্ঘতম পথ অতিক্রম করতে পারে। ফলে লাল আলো অনেক দুর থেকে সকলের কাছে দৃষ্টিগোচর হয়।
তাছাড়া স্বভাবগত ভাবেই লাল রংকে বিপদের সাথে সংশ্লিষ্ট বলে আমাদের মস্তিষ্ক ধরে নেয়। আবার যেকোন প্রাণীর রক্তের রং লাল এবং উত্তপ্ত বস্তুর রং লাল বলে এটাও হতে পারে। এই কারনে বিপদ সংকেতে লাল রঙে রং করা হলো সেটি বেশি কার্য্যকর হয়।