মেঘলা রাত অপেক্ষা মেঘহীন রাতে বেশি শিশির জমে কেন?

Rate this post

প্রিয় শিক্ষার্থী, তোমরা আজকের টপিকসে জানতে পারবে মেঘহীন রাতে বেশি শিশির জমে কেন? এই প্রশ্নের উত্তর জানতে মনোযোগ সহকারে কন্টেন্টগুলো মনোযোগ সহকারে পড়।

মেঘহীন রাতে শিশির জমে কেন তার ব্যাখ্যা: আমরা জানি নদী-নালা, খালবিল, পুকুর, জলাশয় সাগর সমুদ্র ইত্যাদি হতে পানি সবসময় বাষ্পায়নের ফলে জলীয় বাষ্পে পরিণত হয়। এই জলীয় বাষ্প পরবর্তীতে বায়ুমন্ডলের সাথে মিশে যায়। দিনের বেলায় যখন সুর্যের প্রচণ্ড তাপে ভুপৃষ্ট সংলগ্ন বাতাস গরম হয়ে থাকে তখন জলীয় বাষ্প দ্বারা অসম্পৃক্ত থাকে। মেঘহীন রাত্রিতে ভুপৃষ্ট তাপ বিকিরন করে ঠান্ডা হতে থাকে এভাবে তাপ বিকিরণ করতে করতে পরিশেষে এমন একটি তাপমাত্রায় উপনীত হয় তখন জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় এবং জলীয় বাষ্প দ্বারা ঘনীভুত হয়ে শিশির জমতে থাকে।

মেঘলা রাতে কম শিশির জমে কারন: কিন্ত আকাশ মেঘাচ্ছন্ন রাতে বা মেঘলা রাতে, ভুপৃষ্ট তাপ বিকিরন করে ঠান্ডা হতে পারে না । কারন মেঘ তাপবিরোধী পদার্থ বলে ভুপৃষ্ট হতে তাপ বিকিরণজনিত কারনে তাপ পরিবাহিত হতে পারেনা। ফলে একই ভাবে ভুপৃষ্ট ঠান্ডা হয়না এবং শিশির জমে না।

আমাদের এই প্রশ্নে মেঘলা রাত অপেক্ষা মেঘহীন রাতে বেশি শিশির জমে কেন? এর উত্তর ভালো লাগলে রিভিউ রেট দিয়ে শেয়ার করতে পারেন।

About Admin

Check Also

ভর ও ওজনের মধ্যে পার্থক্য

ভর ও ওজনের মধ্যে পার্থক্য-(Distinction between Mass and Weight)

প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে তোমাদের মধ্যে শেয়ার করবো ভর ও ওজনের মধ্যে পার্থক্য কি? তোমাদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *