এসএসসি বা সমমানের রেজাল্ট আজ ১২ ই মে ২০২৪ তারিখে সকাল ১১ ঘটিকায় প্রকাশ করা হয়। বাংলাদেশের যে কোন বোর্ডের শিক্ষার্থীরা আমাদের ওয়েবসাইট থেকে খুব সহজেই রেজাল্ট দেখতে পাবেন। কিভাবে এসএসসি ফলাফল দেখবে তা আমরা আমাদের ওয়েবসাইটে তুলে ধরেছি। SSC Marksheet Download 2024.
২০২৪ সালে বাংলাদেশ সকল বোর্ড মিলে ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। সারা দেশে মোট ৩ হাজার ৭০০ (৩৭০০) কেন্দ্রে ২৯ হাজার ৭৩৫ (২৯৭৩৫) টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ গ্রহন করে।
তবে ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল অনলাইনে প্রকাশ করা হয়েছে। এতে গড় পাসের হার দাড়িয়েছে ৮৩.৪ শতাংশ।
যশোর বোর্ডে সর্বোচ্চ পাসের হার ৯২.৩৩ শতাংশ। আর সর্বনিম্ন সিলেট বোর্ডে পাসের হার হলো ৭৩.৩৫ শতাংশ। এ ছাড়া, ঢাকা বোর্ডে পাসের হার ৮৩. ৯২ শতাংশ, রাজশাহী বোর্ডে ৮৯.২৬ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৭৯.২৩ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৮২.৮০ শতাংশ, বরিশাল বোর্ডে ৮৯.১৩ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৭৮.৪৩ শতাংশ ও ময়মনসিংহ বোর্ডে ৮৫ শতাংশ।
Contents
SSC Marksheet Download 2024.
নিচের লিংকে ক্লিক করুন-
আপনার কাঙ্খিত এসএসসি ফলাফল দেখার জন্য আমরা যে পদ্ধতি অনুসরন করি সেটা অনুসরন করুন।
প্রথমে ধাপ: উপরের দেয়া এসএসসি রেজাল্ট লিংকে ক্লিক করুন যেখানে লেখা আছে এসএসসি রেজাল্ট। লিংকে ক্লিক করার পর উপরের পেজের ন্যায় পেজ প্রদর্শিত হবে। তারপর Examination ঘরে ক্লিক করুন। সেখানে সিলেক্ট করুন এসএসসি বা দাখিল । যদি এসএসসি ভোকেশনাল শিক্ষার্থী হন তাহলে এসএসসি ভোকেশনাল ঘরটি সিলেক্ট করুন।
দ্বিতীয় ধাপ: আপনার পাশের Year (বছর) ঘরটি সিলেক্ট করুন যেহেতু আপনি ২০২৪ সালের এসএসসি প্রার্থী তাহলে আপনি ২০২৪ সিলেক্ট করুন।
তৃতীয় ধাপ: আপনার Board (বোর্ডটি) সিলেক্ট করুন আপনি যে বোর্ডের পরীক্ষার্থী সেই বোর্ডের নামটি সিলেক্ট করুন।
চতুর্থ ধাপে এবার Roll (রোল) এর ঘরে আপনার রোল নংটি সঠিকভাবে বসিয়ে দিন যেন কোন ভুল না হয়। ০৬ ডিজিটের রোল নং টি সঠিক করে পুরুন করুন।
পঞ্চম ধাপ Reg: No (রেজিস্ট্রেশন নং) এর ঘরে আপনার রেজিস্টশন নাম্বারটি বসিয়ে দিন।
সর্বশেষ ধাপে: রেজিস্ট্রশন এর নিচে যে সংখ্যা গুলো দেয়া আছে সেটি সঠিকভাবে যোগ করে বসিয়ে দিন। দেখবেন যোগের ফলাফল এ কোন ভুল না হয়। তবে যোগ বা বিয়োগ উভেয়েই আসতে পারে।
সঠিকভাবে এই ফরমেটে তথ্যগুলো পুরুন করলে অবশ্যই কাঙ্খিত রেজাল্টটি দেখতে পাবেন।
সকল শিক্ষার্থীর রেজাল্ট বা একটি প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীর এসএসসি/এইচএসসি ফলাফল দেখতে নিচের লিংকে ক্লিক করুন।
বাংলাদেশ শিক্ষাবোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফল প্রতিষ্টান ভিত্তিক কিভাবে দেখবেন তার বিস্তারিত তথ্য নিচে দেখুন।
প্রধমে ধাপ: আপনি পরীক্ষার নাম এর ঘরে এসএসসি/দাখিল/সমমান এর ঘরটি সিলেক্ট করুন। সঠিকভাবে নির্বাচন করুন যেন ভুল না হয়।
দ্বিতীয় ধাপ: আপনি পরীক্ষার সাল ঘরটি নির্বাচন করুন। যেমন আপনি ২০২৪ সালের এসএসসি ফলাফল দেখতে চাচ্ছেন তাই ২০২৪ সালটি সিলেক্ট করুন।
তৃতীয় ধাপ: আপনার বোর্ডের নাম টি সিলেক্ট করুন। আপনি কোন বোর্ডের ফলাফল দেখতে চান সেটি সঠিকভাবে নির্বাচন করুন।
চতুর্থ ধাপ: লাল কালি দিয়ে লেখা ফলাফলে ধরন এই ঘরে আপনি প্রতিষ্টানের ফলাফল সেটিতে ক্লিক করুন।
প্রতিষ্টানের ফলাফল ক্লিক করার পর আরেকটি নতুন ঘর প্রদর্শিত হবে যেখানে প্রতিষ্টানের ই আই আই এন নম্বর (ইংরেজিতে) চাওয়া হবে আপনার প্রতিষ্টানের সেই ই আই আই এন নম্বরটি বসিয়ে দিন।
সর্বশেষ নিরাপত্তা চাবি (০৪ অঙ্কের) ইংরেজিতে ডিজিট দেয়া থাকবে সেটি আপনি নিচের ফাঁকা ঘরে বসিয়ে দিন। উদাহরন এখানে লেখা আছে (8483) এমন সংখ্যা আসলে সেটি ফাকা ঘরে সঠিকভাবে বসিয়ে দিন।
মোবাইলের মাধ্যমে এসএসসি ফলাফল দেখার নিয়ম
মোবাইলের মাধ্যমে এসএসসি ফলাফল পেতে চাইলে কিভাবে দেখবে তা আমাদের ওয়েবসাইটে তুলে ধরা হলো:
মোবাইল মেসেজ অপশনে যেয়ে যে কোন সিম অপারেটর হতে আপনার মেসেজ অপশানে লিখুন SSC<Space> Board 3 Letter<space>Roll<space>2024 লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে।
উদাহরণ: SSC JES 123456 2024 সেন্ড 16222
আরোও অন্যান্য বোর্ডের নাম Board 3 Letter সংক্ষিপ্ত আকারে দেখে নিন
সকল বোর্ডের নাম | সংক্ষিপ্ত ০৩ ডিজিটের কোড |
Dhaka | DHA |
Dinajpur | DIN |
Barisal | BAR |
Sylhet | SYL |
Chittagong | CHI |
Mymensingh | MYM |
Rajshahi | RAJ |
Comilla | COM |
Jessore | JES |
Madrasah | MAD |
Technical Board | TEC |
বিষয়ভিত্তিক রেজাল্ট/মার্কশীট দেখুন ২০২৪
আপনি যদি আপনার প্রতি বিষয়ে কত নাম্বার পেয়েছেন তা দেখতে চান তাহলে আপনি নিচের লিংকে ক্লিক করুন। যেমন যশোর বোর্ডের প্রার্থীরা ফলাফল দেখার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
যশোর বোর্ড এসএসসি মার্কশীট ডাউনলোড করুন
নিচের লিংকে ক্লিক করুন।
যেমন একজন প্রার্থীর এসএসসি ফলাফল কেমন দেখাবে তা দেখুন।
ssc mark sheet 2024 download