প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য এখন লিখবো- দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য কি? আশা করি তোমার প্রশ্নের উত্তর ভালোভাবে জানতে পারবে। নিচে দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য ছক আকারে তুলে ধরা হলো।
দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য
দ্রুতি | বেগ |
১. কোন বস্তু একক সময়ে যে দুরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বলে। | ১. কোন বস্তু সময়ের সাথে যে সরন ঘটে বা সময়ের সাথে সরনের হারকে বেগ বলে। |
২. দ্রুতি একটি স্কেলার রাশি। | ২. বেগ একটি ভেক্টর রাশি। |
৩. শুধু মানের পরিবর্তন হলে দ্রুতির পরিবর্তন হয়। | ৩. শুধু মান বা দিক যেকোন একটি অথবা উভয়ের পরিবর্তন হলেও বেগের পরিবর্তন হয়। |
৪. দ্রুতির যোগ বা বিয়োগ সাধারন বীজগাণিতিক নিয়মে হয়। | ৪. বেগের যোগ বা বিয়োগ সাধারন বীজগাণিতিক নিয়মে হয়না ভেক্টর বীজগাণিতিক নিয়মে হয়। |
৫. দুতি পরিমাপের জন্য স্পিডোমিটার ব্যবহার করা হয়। | ৫. বেগ পরিমাপের জন্য ভেলাটোমিটার ব্যবহার করা হয়। |
৬. বস্তুর বেগের মানই দ্রুতি। | ৬. নির্দিষ্ট দিকেই বস্তুর দ্রুতিই বেগ। |
৭. দ্রুতিই একই থাকলেও ত্বরনের সৃষ্টি হতে পারে। | ৭. বেগ অপরিবর্তিত থাকলেও সেক্ষেত্রে কোন ত্বরনের সৃষ্টি হয় না। |
পোস্ট সম্পর্কিত কীওয়ার্ডসমুহ: দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য, দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য কি?, দ্রুতি ও বেগের মধ্যে ০৩টি পার্থক্য, দ্রুতি ও বেগের মধ্যে ০৫ টি পার্থক্য, দ্রুতি কাকে বলে? বেগ কাকে বলে?