প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য বেগ ও ত্বরণের মধ্যে পার্থক্য কি কি সেগুলো তুলে ধরবো। আশা করি, নিচে ছক আকারে প্রদত্ত বেগ ও ত্বরণের মধ্যে পার্থক্য সুন্দরভাবে বুঝতে পারবে।
বেগ ও ত্বরণের মধ্যে পার্থক্য কি?
বেগ | ত্বরণ |
১. সময় ব্যবধান শুন্যের কাছাকাছি হলে সময়ের সাথে সরণের হারকে বেগ বলে। | সময় ব্যবধান শুন্যের কাছাকাছি হলে সময়ের সাথে বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। |
২. কোন বস্তু গতিশীল থাকা অবস্থায় কোন বল প্রয়োগ না করলে তা সমবেগে চলতে থাকে। | ২. কোন বস্তু গতিশীল থাকা অবস্থায় কোন বল প্রয়োগ না করলে তা সমবেগে চলবে তবে তাতে কোন ত্বরণ সৃষ্টি হবে না। |
৩. বেগের মাত্রা- LT-1 | ৩. ত্বরনের মাত্রা-LT-2 |
৪. বেগের একক-ms-1 | ৪. ত্বরনের একক-ms-2 |
৫. বল প্রয়োগ না করলে কোন বস্তুর বেগের কোন পরিবর্তন হয় না। | ৫. বস্তুর ত্বরন তার বলের সমানুপাতিক। |
৬. বেগকে V (Velocity) দ্বারা প্রকাশ করা হয়। | ৬. ত্বরণকে a (acceleration) দ্বারা প্রকাশ করা হয়। |
কীওয়ার্ডসমুহ:-বেগ ও ত্বরণের মধ্যে পার্থক্য কি, বেগ ও ত্বরণের মধ্যে ৫ টি পার্থক্য, বেগ ও ত্বরণের মধ্যে ৩টি পার্থক্য, বেগ কাকে বলে, ত্বরন কাকে বলে?